Previous
Next

সর্বশেষ

মঙ্গলবার, ১৯ মে, ২০২০

অভিশপ্ত রুম - ভুতের গল্প

অভিশপ্ত রুম - ভুতের গল্প

পালিয়ে বিয়ে করেছি এই তো এক বছর হয়েছে। নিশি কে নিয়ে ঢাকায় চলে যাই। তারপর সেখানে আমাদের নতুন জীবন শুরু হয়, এক বছর হয়ে গেলেও মেনে নেয় নি কোন পরিবার। দুই জন পরিবারের থেকে দুরে থেকেও ভালো না থেকে ভালো ছিলাম। পরিবারের মেম্বার রা জানে না তাদের কে কত টা মিস করি, তবুও আমরা আশায় থাকি একদিন পরিবার আমাদের মেনে নিবে।  

এই এক বছরে রুপা কে নিয়ে কত সমস্যা কাটাতে হয়েছে,কষ্ট হলেও কিছু করার ছিলো না। তবে চাকরী করাতে যেই স্যালারি পাই তাতে হয়ে যায় আমাদের। 
এক বছর পূর্ন হবার এক মাস থেকে রুপা আমাকে বলে আসছে এক বছর উপলক্ষে তাকে ট্রিট দিতে। আমি তার কাছে জানতে চাইলাম তারপর বলল, যে কোথাও ঘুরতে নিতে। তখন আমি ঠিক করলাম যে রুপা কে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবো। নিজে গেলেও রুপা যায় নি কখনো। অন্যদিকে তার ইচ্ছেও আছে কক্সবাজার যাওয়ার। এক বছর একদিনের দিন সকাল বেলা রওনা দিলাম এসি বাসে করে। সকাল ৮ টায় বাস ছাড়লে আমরা কক্সবাজার পৌছায় ১৪ ঘন্টার মধ্যে। রাত হয়ে গেছে,আগে দুই তিন বার আসায় কিছু কিছু টা চেনা আছে। রাতে সরাসরি হোটেলে গেলাম, এক টা রুম নিলাম। রুমে ডুকে রুপা আমার দিকে কেমন করে জেনো তাকিয়ে আছে, তখন আমি জিজ্ঞেস করলাম,
উফফ আমার নাম তো বলা হয় নি। আমার নাম রিমন,  তো রুপা কে জিজ্ঞেস করলাম,

রিমন - কী হলো? কী দেখছো?
রুপা - আমার না কেমন যেন লাগে
রুপা - অদ্ভুত..
রিমন -   খুলে বলো,
রুপা - ভয় লাগছে রুম টা তে... 
রিমন - আমি আছি না?
রুপা - জ্বী...

আমি তেমন গুরুত্ব না দিয়ে ফ্রেশ হয়েছি, জামা খুলে একটা টি-শার্ট পরেছি।  আমি বউয়ের কথার কেমন গুরুত্ব না দিলেও এক টা বিষয় লক্ষ করেছে। আমি ফ্রেশ হতে গেলাম,এসে জামা চেঞ্জ করলাম,বিছানায় বসেছি। কিন্তু রুপা প্রতি মূহৃর্তে  আমার পিছু পিছু ছিলো। আমি দেখলাম বউয়ের আচরন বদলে যাচ্ছে,  তাই বিছানায় ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে বউকে  শুয়ে থাকতে বললাম। 
রুপা আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে শক্ত করে ধরে রেখেছে। যেন কেউ তাকে নিয়ে যাবে,রিমন কিন্তু তার এসব লক্ষ করছে।

রিমন - রুপা...
রুপা - জ্বী বলেন...
রিমন - কিসের জন্য ভয় করে?  খুলে বলো..
রুপা - জানি না তো, তাকালে   যেন চোখের সামনে কী একটা হাসে।
রিমন - পাগলী, তুমি ভয় পাও তাই এসব অনুভব করো।কই আমি তো দেখি না, আর আমি থাকলেও ভয় পাও?
রুপা - তাহলে কেন ধরেছি আপনাকে?
রিমন - দেখি আমি বাইরে যাবো, খাবার আনতে হবে
রুপা - না যাবেন না, গেলে আমি যাবো আপনার সাথে!

আমি তার অবস্থা দেখে কথা না বলে তাকে নিয়ে খাবারের জন্য গেলাম। রুম থেকে বের হতেই যেন রুপার স্বস্তি ফিরলো। এখন রুপা স্বাভাবিক হয়েছে,আমি তো অভাক, তারপর রুপার হাত ধরে বের হয়েছি। 
রুমে খাবার নিয়ে  আসলে ঝামেলা লাগবে, রুপা এমনি ভয় পাচ্ছে। তাই খেয়ে নিয়ে তারপর রুমে গেলাম, দরজা খুলতেই।  রুপার মুখ ফ্যাকাসে হয়ে গেলো। রুপা পা বাড়াতে যেন কষ্ট হচ্ছে, লক্ষ করেছি রুপা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকে একটু ধাক্কা দিয়ে বললাম,

রিমন - কী হয়েছে? প্রব্লেম কী? রুমে কী আছে?
রুপা - জানি না, আপনি রুম এটা চেঞ্জ করেন।আমি পারবো না থাকতে এখানে,

কিছু না বলে চলে গেলাম ম্যানেজারের কাছে,কিন্তু লাভ হলো না, যাই হোক রুপা কে ধমক দিয়ে রুমে নিয়ে আসলাম। রুপা যেন কান্না করছে, রুপা কে কখনো বকা বা ধমক দিলে সারাদিন ভর কান্না করতে থাকবে এটা যেন তার অভ্যাস হয়ে গেছে। রুমে এসে দেখলাম সত্যিই কান্না করছে, তখন বললাম,

রিমন - আজব মেয়ে আমি তোমার সাথে তারপর কিসের ভয়?

রুপা কিছু বললো না, এসব দেখে তো রাগ হচ্ছে বটে। কিন্তু তার কান্না দেখলে আমার রাগ যেন কোথায় যায় বুঝতে পারি না। আমি রুপা কে ধরে চোখ মুছে দিয়ে শুয়ে পড়তে বললাম, বকা দেওয়ার জন্য সরি বলেছি। তাকে শুয়ে দিয়ে আমিও শুয়ে পড়বো তার আগে রুপা বললো লাইট যেন অফ না করি।তারপর আমি শুয়েছি,এবার রুপা এসে আমার হাতের উপর শুয়ে আমাকে ধরে  রেখেছে।আমিও তাকে নিজের দিকে টেনে ধরে রাখছি,এরপরই যা হলো..

গল্প - অভিশপ্ত রুম
পর্ব - ১
লেখক - হাসিবুর রহমান
প্রকাশ - ২০/০৫/২০২০

রবিবার, ১৭ মে, ২০২০

অপূর্ব - নাজিয়ার বিবাহ বিচ্ছেদ

অপূর্ব - নাজিয়ার বিবাহ বিচ্ছেদ

অপূর্ব এমন একটি নাম যেটা বর্তমান জেনারেশনে  এমন মানুষ খুব কমই আছে যারা চিনে না। বাংলাদেশের তুমুল জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নয়  বছর সংসারের পর  স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদ ঘটে। 

তাদের বিচ্ছেদের ঘটনা  গণমাধ্যম কে নিশ্চিত করে অদিতি। কিন্তু কেন বিচ্ছেদ হয়েছে তার কোন কারন বলেন নি অদিতি। তিনি জানায় ব্যক্তিগত বিষয়  নিয়ে কিছু বলতে চাই না, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকুক। অপূর্ব-অদিতির সাংসারিক জীবনে   তাদের আয়াশ নামে একপুত্র সন্তান রয়েছে। অদিতি কে যেন কেউ ভাবী  না ডাকে সে জন্য তিনি নিজেই তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেন। যাতে ক্যাপশন লিখা ছিলো- *আমাকে ‘ভাবী’ ডাকা বন্ধ করুন সবাই!*

আয়াশ এখন কার কাছে  থাকবে, গণমাধ্যমের এমন। প্রশ্ন এড়িয়ে যান অদিতি,তিনি এখন এসব বলতে রাজি নন। এদিকে অপূর্ব কে গণমাধ্যম বার বার ফোনে চেষ্টা করেও পায় নি। জানা যায়,  এ বছরের  প্রথম দিকে অদিতি - অপূর্বের বিচ্ছেদ ঘটে। তবে কেন বিচ্ছেদ হলো তা  এখন পর্যন্ত কেউ বলে নি। 

অন্য দিকে তাদের বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অপূর্ব কে নিয়ে ব্যাপক সমালোচনা করেন তার ভক্ত সহ অন্যান্য রা। অনেকে অপূর্ব কে বয়কট করেছেন। অনেকে মন্তব্য করেছেন আয়াশের কথা ভেবে তারা আবার এক হওয়া উচিত। 

শনিবার, ১৬ মে, ২০২০

আশেপাশে কারো করোনা ভাইরাস হলে যা করণীয়!

আশেপাশে কারো করোনা ভাইরাস হলে যা করণীয়!

করোনা ভাইরাসের কারনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে লগডাউন। ঠিক কখন কার উপর হানা দিবে তা কেউ বলতে পারবে না। তবে নিজের নিজের সর্তকতা পারে নিজে কে রক্ষা করতে।
ফাইল ফটো

অনেকে মনে  করে, এই ভাইরাস থেকে নিজে কে রক্ষা করা সম্ভব না। অথবা   করোনা ভাইরাস হলে  মৃত্যু হবে, তবে সেটা সম্পূর্ণ ভুল ধারনা। কার মৃত্যু কখন হবে সেটা একমাত্র আল্লাহ জানেন।

আসুন জেনে নেই কীভাবে সংক্রমণ থেকে রক্ষা পাবো- যদি আপনার আশে পাশে কারো  করোনা ভাইরাস হয়। তাহলে আপনি সব সময় নিজে কে সর্তকতায় রাখবেন। কারন করোনা ভাইরাস। বাতাসে উঠে প্রায় ৩ ঘন্টার মতো বেঁচে থাকে।তামার উপর   ৪ ঘন্টা এবং কার্ডবোর্ডের উপর সর্বোচ্চ ২৪ ঘন্টা,  প্লাস্টিক এর উপর সর্বোচ্চ ২-৩ দিন বেঁচে থাকে।  এখন যদি আপনার আশে পাশের কারো করোনা হয় তাহলে সেটা বাতাসে এসে আপনার শরীরে প্রবেশ করতে পারে। তাহলে কী করবেন? তখন করনীয় হচ্ছে   সব সময় মাস্ক পরে থাকা। পরিস্থিতি স্বাভাবিক না হলে  ঘর থেকে বের না হওয়া। বাড়িতে সব সময় মাস্ক পরতে হবে।

সব সময়  গরম পরিবেশে থাকতে হবে, সব রান্না করা খাবার ভালো ভাবে সিদ্ধ করতে হবে। এবং রান্নার পূর্বে ভালোভাবে ধুয়ে সাবান দিয়ে হাত  ধুতে হবে।  কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে তারপর  মুখ হাত ভালোভাবে ধুতে হবে। ঠান্ডা পরিবেশে না যাওয়া ইত্যাদি।

আপনার এলাকার কেউ   আক্রান্ত হলে  কী করবেন? আপনার এলাকার কেউ আক্রান্ত হলে বাজারে কিংবা জনসংযোগে যাওয়া যাবে নাা।  বাজারে কিংবা দোকানে গেলে মাস্ক, গ্লাবস পরতে হবে।  
বাজার থেকে বাড়িতে আসার পরে গোসল করে নিতে হবে।  
কেউ যদি ইসলামের কথা বলে অর্থাৎ যদি কেউ বলে মৃত্যু আল্লাহ্ হাতে তিনি যখন চান তখন মৃত্যু হবে, এসব মানুষের জন্য রয়েছে একটি হাদিস। হাদিসে আছেঃ রাসুল (সঃ) বলেছেন,যদি কোন অঞ্চলে মহামারীর সংবাদ পাও। তাহলে তোমরা সেখানে প্রবেশ করবে না।আর আক্রান্ত অঞ্চলে প্রবেশ করলেও তোমরা বের হবে না।
(বুখারী, হাদিস নং ৫৭২৭)

যে সব মানুষ এই মহামারী ভয়  পায় না তাদের জন্য  এই  হাদিস টি রয়েছে। তাই তাদের বুঝাতে হবে,  যদি একজনের শরীর ভাইরাস থাকে তাহলে সেটা শতশত মানুষের মাঝে প্রবেশ করে। তাই প্রত্যেকে সাবধানে থাকতে হবে। এবং সংক্রমণ দেখা   দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া।

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

দেশে সব চোর আওয়ামীলীগে?

দেশে সব চোর আওয়ামীলীগে?

সারা বিশ্ব যখন থমকে গেছে করোনা ভাইরাসে। ঠিক মে সময়ে দেশে ত্রানের চাল চুরি করতে ব্যস্তি আওয়ামীলীগের চেয়ারম্যান মেম্বার রা। অন্য অন্য দেশে যখন সবাই সবাই কে সাহায্যের হাত বাড়িয়ে তিচ্ছে বাংলাদেশে তারা লুটে নিচ্ছে জনগণের টাকা। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে দলীয় লোক ছাড়া কাউকে ত্রান দিচ্ছে না।
পুরো বিশ্বে হচ্ছে মানবতা আর বাংলাদেশে রাজনৈতি না করলে ত্রান ও পাবে না। তবে অনেকে মন্তব্য করছে! সব চোর আওয়ামীলীগ , আবার সব আওয়ামীলীগ চোর না। কিন্তু কথা টা সত্য প্রমান হয়েছে ইতিমধ্যে।  এই পর্যন্ত যত চুরির খবর পাওয়া গেছে সবই হচ্ছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। 


 আরো পড়ুন - ভালোবাসার গল্প ১৮+


তাদের গ্রেফতার করলেও হচ্ছে না তাদের বিচার,এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ মন্তব্য করছে আঃলীগের রাজনৈতি করলে বিচার হয় না। কিন্তু অন্য দলের হলে সাথে সাথে বিচার শুরু হয়। এবং সাজা হয়।

এই পর্যন্ত প্রায় লোক কে দেখে গেছে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে। সবই হচ্ছে চোর দের বিচার নিয়ে। কারন এসব চোর দের কারনে প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। অতীতে এবং বর্তামানে হয়েছে এবং সামনেও হবে আশা করা যায়। কিন্তু কোন বিচার কাজ করছে না এদের বিরুদ্ধে।

যুগান্তর নিউজ /
সারাদেশ।


   বিশেষ বিজ্ঞাপন, আপনারা যদি কেউ কোন বিজ্ঞাপন দিতে চান তাহলে  যোগাযোগ করুন ইমেল ঠিকানায় - h18121651@gmail.com

অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন- আমাদের পেজে ক্লিক করুন।

আমাদের দৈনিক ভিজিটর আসে ২০ হাজার প্লাস। আর যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে যোগাযোগ করুন প্রতি ১০০০ ভিজিটর মাত্র ২০০ টাকা।

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

মাজেদের কবরে জুতা নিক্ষেপ আওয়ামীলীগ সমর্থকদের

মাজেদের কবরে জুতা নিক্ষেপ আওয়ামীলীগ সমর্থকদের

শেখ মজিবুর রহমানের সহ পরিবার হত্যাকান্ডে সরাসরি সম্পকৃত থাকায়, বেশ কয়েকজন আসামীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারো দন্ড কার্যকর হলেও বাকী আসামীরা পালিয়ে যায় বিদেশে।
তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মাজেদ। যিনি ভারতে পালিয়ে ছিলেন এতো বছর। কিন্তু করোনা ভাইরাসের কারনে বর্ডার দিয়ে দেশে এসে  ঢাকা মিরপুরে স্ত্রীর বাসায় উঠেন। তারপর জানা জানি হলে মাজেদ কে গ্রেফতার করেন। এরপর কয়েকদিনের মধ্যেই তার ফাঁসির কার্যকর সম্পন্ন হয়।

আরো পড়ুন - ভালোবাসার গল্প ১৮+


 গতকাল ১১ এপ্রিল রাত ১২:১ মিনিটে তাকে ফাঁসিতে জুলানো হয়।


তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার পর তার নিজের গ্রামে না নিয়ে মাজেদের শশুর বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। মাজেদের শশুর বাড়িতে দাফন করার পর দেখা যায় কবরে কিছু আওয়ামীলীগ সমর্থক রা এসে  জুতা এবং বাঁশ নিক্ষেপ করেন। এই নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

অবাক করা ব্যাপার হলো যারা কবরে জুতা নিক্ষেপ করে তারা সবাই মুসলিম। এ নিয়ে সবাই ব্যাপক সমালোচনা করে।

ইসলামে মৃত ব্যক্তিকে নিয়ে কুটক্তি করা নিষিদ্ধ ,একটা মানুষ মারা যাবার পর তার সমালোচনা করা যায় না,বরং তার অপরাধ গুলা গোপন করা উত্তম!  সেখানে এরা মুসলিম হয়ে একজন মুসলিম এর কবরে কীভাবে হামলা করতে পারলো? প্রশ্ন টা জনসাধারণের।

যুগান্তর ডেস্ক //





  বিশেষ বিজ্ঞাপন, আপনারা যদি কেউ কোন বিজ্ঞাপন দিতে চান তাহলে  যোগাযোগ করুন ইমেল ঠিকানায় - h18121651@gmail.com

অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন- আমাদের পেজে ক্লিক করুন।

আমাদের দৈনিক ভিজিটর আসে ২০ হাজার প্লাস। আর যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে যোগাযোগ করুন প্রতি ১০০০ ভিজিটর মাত্র ২০০ টাকা।

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

সারাদেশ চাল দূর্নীতিবাজ শুধু আওয়ামীলীগ নেতারা??

সারাদেশ চাল দূর্নীতিবাজ শুধু আওয়ামীলীগ নেতারা??

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসে সারা বিশ্ব যখন থমকে গেছে তখন অসহায় মানুষ গুলো যেন আরো অসহায় হয়ে গেছে। তেমনি বাংলাদেশেও সারাদেশ
যখন লকডাউন করেছে তখন সরকারের থেকে বাজেট করা হলো ৭৫ হাজার ৭ কোটির বেশি টাকা, দেখা যাচ্ছে এই টাকার ১০০ ভাগের ৯৮ ভাগ চুরি হয়ে যাচ্ছে। যার কারনে খাবার না পেয়ে কেউ আত্মহত্যা করছে । কিন্তু মন্ত্রী বলছে কারো ঘরে খাবার নাই।এমন তথ্য পাই নি এখনো। এদিকে সারাদেশে এ পর্যন্ত যত জায়গায় সরকারি চাল গিয়েছে প্রত্যেক জায়গা থেকে চুরি হয়েছে। অবাক করার মতো তথ্য হচ্ছে যারা চুরি করে তারা সবাই আওয়ামীলীগ নেতা। এর বাইরে অন্য কোন দলের নেতাকর্মী নেই, এই নিয়ে ক্ষোভে আছেন সাধারণ জনগণ।
কেউ কেউ বলছে আওয়ামীলীগ চোর ছাড়া ভালো রাজনৈতি করার লোক নেই।কেউ কেউ আবার প্রধানমন্ত্রীর দোষ দিচ্ছে ,কারন এসব চোর দূর্নীতিবাজ দের কে নেতৃত্ব দেন তিনি। আর এদেশের বিরুদ্ধে কোন প্রদক্ষেপ না নেওয়া তে তারা আরো ভয়ঙ্কর রুপ ধারন করেছে। দেশের এই ক্লান্তিকর সময়ে তারা লুটে নিচ্ছে সব । এই পর্যন্ত অনেক জন কে গ্রেফতার করেছে ।তার সবাই এক দলের ,সেটা আওয়ামীলীগ।

যখন সারা পৃথিবীর মানুষ করোনা নিয়ে আতঙ্কে তখনি এসব মানুষ রুপি অমানুষ রা আছে  চুরি নিয়ে। তাই  সাধারণ জনগন সরকারের কাছে অনুরোধ করেছে যেন এদের থেকে দেশ বাচায়। এসব চোর দের ধ্বংস করলে। দেশ বাঁচবে মানুষ বাঁচবে,

এদিকে দিন দিন শেখ হাসিনা ভালো কাজ করলেও পাচ্ছে না জনপ্রিয়তা, হচ্ছে হাজারো সমালোচনার মুখে।যার মূল কারন ওনার নেতাকর্মীরা , তাই জনসাধারণের আবেদন সরকার যেন তাদের বিরুদ্ধে রুখে দাড়ায়।

যুগান্তর২১ ,ঢাকা


বিশেষ বিজ্ঞাপন, আপনারা যদি কেউ কোন বিজ্ঞাপন দিতে চান তাহলে  যোগাযোগ করুন ইমেল ঠিকানায় - h18121651@gmail.com

অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন- আমাদের পেজে ক্লিক করুন।

আমাদের দৈনিক ভিজিটর আসে ২০ হাজার প্লাস। আর যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে যোগাযোগ করুন প্রতি ১০০০ ভিজিটর মাত্র ২০০ টাকা।
বঙ্গবন্ধুর খুনির ফাঁসি কার্যকর  সম্পন্ন হয়েছে ১২:১ মিনিটে

বঙ্গবন্ধুর খুনির ফাঁসি কার্যকর সম্পন্ন হয়েছে ১২:১ মিনিটে

অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডে সরাসরি সম্পকৃত থাকায় আদালত মাজেদের ফাঁসির আদেশ দেয়।
ঘাতক মাজেদ এবং মুক্তিযোদ্ধা। 
কিন্তু দীর্ঘদিন লুকিয়ে থাকার পর হঠাৎ দেশে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ এরপর কারাগারে নিয়ে যকওয়া হয়। গ্রেফতারের চার দিনের মাথায় ফাঁসি কার্যকর হয়েছে। জানা যায়, আজ রাত ১২:০১ মিনিটে মাজেদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এর আগে মাজেদের গোসল এবং খাওয়ার পর যখন ফাঁসির সামনে নেওয়া হয়।  তখন মাজেদ চিতকার দিয়ে তওবা করে গিয়েছে।এরপরই তাকে ফাঁসি তে জুলিয়ে দেওয়া হয়।

[ বিজ্ঞাপনঃআপনি কী ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে ভিজিট করুনঃ-  https://islameralo24.com ইসলামের আলো লিখাতে ক্লিক করুন ]


এদিকে ফেসবুকে একেক জন  বিভিন্ন মন্তব্য করে আসছে সকাল থেকে ,একটা পোস্টে একজন লিখিছে, " কেন বঙ্গবন্ধু কে হত্যা করেছে? যারা হত্যা করেছে তারা তো দেশ বিরোধী নয়,তারাও মুক্তিযুদ্ধা। তাহলে কী এমন হয়ে গেলো যার কারনে দেশের সূর্য সন্তানেরা একজন বীর কে হত্যা করেছে! এতো বছর পর সত্যতা জানতে চাই"

এরকম বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করে আসছে, আবার অনেকে এই কার্যকর কে সাধুবাদ জানিয়েছে।

জানা যায়, মাজেদ বিদেশে আত্মগোপনে ছিলো, বর্তমান পৃথিবীর পরিস্থিতি করোনা ভাইরাসের কারনে বর্ডার দিয়ে দেশে আসলে তাকে গ্রেফতার করা হয় মিরপুর স্ত্রীর বাসা থেকে।

যুগান্তর ২১ ডেস্ক ,ঢাকা।



 বিশেষ বিজ্ঞাপন, আপনারা যদি কেউ কোন বিজ্ঞাপন দিতে চান তাহলে  যোগাযোগ করুন ইমেল ঠিকানায় - h18121651@gmail.com

অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন- আমাদের পেজে ক্লিক করুন।

আমাদের দৈনিক ভিজিটর আসে ২০ হাজার প্লাস। আর যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে যোগাযোগ করুন প্রতি ১০০০ ভিজিটর মাত্র ২০০ টাকা।