শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বঙ্গবন্ধুর খুনির ফাঁসি কার্যকর সম্পন্ন হয়েছে ১২:১ মিনিটে

অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডে সরাসরি সম্পকৃত থাকায় আদালত মাজেদের ফাঁসির আদেশ দেয়।
ঘাতক মাজেদ এবং মুক্তিযোদ্ধা। 
কিন্তু দীর্ঘদিন লুকিয়ে থাকার পর হঠাৎ দেশে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ এরপর কারাগারে নিয়ে যকওয়া হয়। গ্রেফতারের চার দিনের মাথায় ফাঁসি কার্যকর হয়েছে। জানা যায়, আজ রাত ১২:০১ মিনিটে মাজেদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এর আগে মাজেদের গোসল এবং খাওয়ার পর যখন ফাঁসির সামনে নেওয়া হয়।  তখন মাজেদ চিতকার দিয়ে তওবা করে গিয়েছে।এরপরই তাকে ফাঁসি তে জুলিয়ে দেওয়া হয়।

[ বিজ্ঞাপনঃআপনি কী ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে ভিজিট করুনঃ-  https://islameralo24.com ইসলামের আলো লিখাতে ক্লিক করুন ]


এদিকে ফেসবুকে একেক জন  বিভিন্ন মন্তব্য করে আসছে সকাল থেকে ,একটা পোস্টে একজন লিখিছে, " কেন বঙ্গবন্ধু কে হত্যা করেছে? যারা হত্যা করেছে তারা তো দেশ বিরোধী নয়,তারাও মুক্তিযুদ্ধা। তাহলে কী এমন হয়ে গেলো যার কারনে দেশের সূর্য সন্তানেরা একজন বীর কে হত্যা করেছে! এতো বছর পর সত্যতা জানতে চাই"

এরকম বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করে আসছে, আবার অনেকে এই কার্যকর কে সাধুবাদ জানিয়েছে।

জানা যায়, মাজেদ বিদেশে আত্মগোপনে ছিলো, বর্তমান পৃথিবীর পরিস্থিতি করোনা ভাইরাসের কারনে বর্ডার দিয়ে দেশে আসলে তাকে গ্রেফতার করা হয় মিরপুর স্ত্রীর বাসা থেকে।

যুগান্তর ২১ ডেস্ক ,ঢাকা।



 বিশেষ বিজ্ঞাপন, আপনারা যদি কেউ কোন বিজ্ঞাপন দিতে চান তাহলে  যোগাযোগ করুন ইমেল ঠিকানায় - h18121651@gmail.com

অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন- আমাদের পেজে ক্লিক করুন।

আমাদের দৈনিক ভিজিটর আসে ২০ হাজার প্লাস। আর যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে যোগাযোগ করুন প্রতি ১০০০ ভিজিটর মাত্র ২০০ টাকা।

শেয়ার করুন