মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

করোনায় ঘরে থাকার জন্য গ্রামীণফোনে ১০০ টাকার ১০ জিবি ৩০ দিন মেয়াদ

বিশ্বের ১৯৬ টি দেশে ছড়িয়ে পড়েছে, প্রাণঘাতী একটি ভাইরাস। এতে ৪ লাখের বেশি আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা হলো ১৭ হাজারের অধিক। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে শতশত,  আজ (মঙ্গলবার ) ইতালিতে ৭৪৩ জন মারা গেছে।

এদিকে বাংলাদেশে ১০ দিনের জন্য  সারাদেশ লকডাউন করেছে সরকার।কারন ইতিমধ্যে বাংলাদেশে ৩৯ জন ধরা পড়েছে এই ভাইরাসে। কয়েক জনের মৃত্যু হয়েছে,যদিও। তাই সরকার ১০ দিনের জন্য লকডাউন করে দিয়েছে।

এদিকে শুনা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সিম গ্রামীণফোন করোনার জন্য ১০ জিবি ১০০ টাকা ১ মাস মাস মেয়াদের অনুমতি দিয়েছে বলে সারাদিন ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু এর সত্যতা নাই। গ্রামীণফোনে কথা বললে না জানে না বলে জানাই। সারাদিন একটা কথা ভাই করোনার জন্য বাড়িতে থাকার জন্য এই এমবি দিবে বলে দাবী কে। তবে এই অফার দেয় সেটা সবার জন্য না এবং করোনার জন্য বাড়িতে থাকবে সবাই সে জন্য না। গ্রামীণফোন ফোনে এসএসএস করে জানা যায়, তারা বলেছে তাদের অ্যাপস (gp) থেকে নিজের  স্পেশাল অফার চেক করতে। যদি তা থাকর তবেই পাবে অন্যথায় পাবে না।

শেয়ার করুন