শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

আজ শরীফ ইসলাম আজিজ এবাদত এর ২৭ তম জন্মদিন

আজ ২২ শে ফেব্রুয়ারি বিরর্কিত প্রদর্শক শরীফ ইসলাম আজিজ এবাদত এর ২৭ তম জন্মদিন।
১৯৯৩ সালের আজকের দিনেই চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার রহমতপাড়ায় জন্ম গ্রহণ করেন এবাদত।

বাবা আজিজুল ইসলাম ছিলেন একজন বিল্ডিং কন্ট্রাক্টর ও নজরুল সঙ্গীত শিল্পী, এছাড়াও রাজশাহী বেতারে গান করার পাশাপাশি ফোক গান করতেন বিভিন্ন প্রোগ্রাম।
মা সফুরা বেগম একজন গৃহিণী।
২০০৮ সালে পরিবহণের সাথে যুক্ত হন এবাদত।এরপর ২০১২ সালে হানিফ এন্টারপ্রাইজ এ মাষ্টার হিসেবে যোগ দেন ও ২০১৮ সাল পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজ এ চাকুরী করেন।
২০১৮ সালে ছাত্র আন্দোলনের সময় চাকুরী ছেড়ে একটি প্রাইভেট কোম্পানি তে যোগ দেন।
তবে খুব শিঘ্রই আবারো তিনি হানিফ এন্টারপ্রাইজ এ যোগ দিতে যাচ্ছেন।
পাশাপাশি ২০১২ সালে প্রথম একটি স্থানিয় ম্যাগাজিন এ সম্পাদক হিসেবে কাজ করেন।ও ২০১৩ সালে প্রথম মিউজিক ভিডিও প্রোযোজনা ও পরিচালনা করেন।
এছাড়াও কয়েকটা রাজশাহীর মিউজিক ভিডিও,স্বল্পদৈর্ঘ্য ও বিজ্ঞাপনে কাজ করেন।
সিনেমাঃ ২০১৫ সালে প্রথমবারের মত এস এ হক অলিক পরিচালিত সিনেমা "আরো ভালবাসবো তোমায়" তে প্রদর্শক হিসেবে আত্মপ্রকাশ করেন ও সেই বছরেই কোলকাতার ছবি "রাজকাহিনী" তে সুযোগ পেয়েও সময়ের অভাবে ছেড়ে দেন।
২০১৬ সালে নিরব অভিনিত "ভোলা তো যায়না তারে" সিনেমায় অর্থলগ্নি করে ব্যাবসায়ীক ভাবে ব্যাপক ধরা খান ও সিনেমা প্রদর্শনী ছেড়ে দেন।
তারপরও সেই বছর শাকিব জয়া অভিনিত "পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহীনি ২" ছবি ও আইরিনের "এক পৃথিবী প্রেম" ছবিতে প্রদর্শনী করেন যা ছিলো এবাদতের শেষ ছবি।
এরপর -বস ২,তুখোড়, শিকারি, ভাইজান এলোরে ও সর্বশেষ নোলক সিনেমা সাইন করার পরও ছেড়ে দেন।
ছোটগল্প ও কবিতা লিখতেন একসময় নিয়মিত তবে বর্তমানে আর লিখেন না এসব।
বর্তমানে সংসার করছেন স্ত্রী সাহেলার সাথে,তাদের একমাত্র ছেলে সিয়াম আজিজ।

শেয়ার করুন